শেয়ার করুন বন্ধুর সাথে

সাইন্সে এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয় হচ্ছে সাতটি।বাংলা,ইংরেজি,আইসিটি প্রতিটি বিভাগের জন্য বাধ্যতামূলক।আর চারটি বিভাগ অনুযায়ী।সাইন্সের বিষয়গুলো হচ্ছে।১.পদার্থবিজ্ঞান।২.রসায়ন।৩.জীববিজ্ঞান।৪.উচ্চতর গণিত।এরমধ্যে থেকে পদার্থবিজ্ঞান,রসায়ন বাদে একটি ৪র্থ বিষয় হিসেবে নিতে পারবেন।এর বাইরে কৃষিশিক্ষা,পরিসংখ্যান ৪র্থ বিষয় হিসেবে নিতে পারবেন।একমাত্র আইসিটি বাদে সব বিষয় দুই পত্রে বিভক্ত।আগে প্রথম বর্ষে প্রথম পত্র,দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র পড়ানো হত।এখন সব বিষয় উভয়পত্র মিলে একত্রেই প্রথম এবং দ্বিতীয় বর্ষে পড়ানো হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ