পুরাতন পাসপোর্ট এর মেয়াদ যদি শেষ হয়ে যায় ও এটির মেয়াদ বৃদ্ধি করতে চাইলে নতুন পাসপোর্ট করার খরচের চেয়ে ৫০০ টাকার মত খরচ কম হবে যদি মেয়াদ থাকা অবস্থায় নতুন মেয়াদ বাড়াতে চান তাহলে ১০০০ টাকার মত খরচ কম হবে। প্রশ্ন অনুযায়ী পুরাতন পাসপোর্ট বাদ দিয়ে নতুন পাসপোর্ট করতে চাইলে নতুন পাসপোর্ট করার সময় যেসব ডকুমেন্ট যেমন: আইডি কার্ড/জন্ম সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট, পাসপোর্ট ফরম পূরণ, ছবি সত্যায়িতসহ প্রয়োজন হবে। নির্ধারিত ব্যাংকে পাসপোর্ট বাদ টাকা জমা দিয়ে পাসপোর্ট অফিসে লাইন ধরে জমা জমা দিতে হবে। পরবর্তীতে ছবি তোলার নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে ছবি তুলতে হবে। এর মধ্যে পুলিশ ভেরিফেকিশন করার জন্য আসলে ৫০০/১০০০ টাকা প্রদান করতে হবে। পাসপোর্ট রেডি হলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর নিজেই গিয়ে রশিদ দেখিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ