অামি একজনের কল ফরওয়ার্ড করে রেখেছি ওকে কেউ কল দিলে ২০ সেকেন্ডের মধ্যে যদি রিসিভ না করে তাহলে কলটা অামার কাছে অাসে এখন অামিও যদি ঐ সময় কলটা রিসিভ করতে না  পারি তাহলে পরে মিসকলটা দেখে অামি কিভাবে বুঝবো কলটা ওর মোবাইলের কল ফরওয়ার্ড হয়ে অামার কাছে এসেছিল নাকি অামার নম্বরে কেউ ডাইরেক্ট কল দিয়েছিল? দয়া করে সাহায্য  করেন।
Share with your friends
Call

  এটা বোঝার তেমন কোনো উপায় নাই । তবে forward কলটি ঢুকার সময় আপনার ফোনে নোটিফিকেশনের মতো লেখা উঠবে কল ফরোয়ার্ড।

Talk Doctor Online in Bissoy App
Anynomous

Call

যদি কল ফরওয়ার্ড হয়ে আসে তাহলে কল আসার সাথে সাথে আপনার  ফোনের ডিসপ্লেতে দেখাবে যে Call Forwareded. এটা ১-২ সেকেন্ড স্থায়ী থাকবে। এর পর মুছে যাবে। এটা না দেখালে বুঝবেন আপনার ফোনে কল এসেছে।

Talk Doctor Online in Bissoy App