Share with your friends

V হচ্ছে ভোল্ট, A = অ্যাম্পিয়ার,  W = ওয়াট, K = কিলো (১০০০)।

এক KVA অর এক KW সমান।
Talk Doctor Online in Bissoy App

আপাত ক্ষমতা (Apparent Power) কে kva(কিলো ভোল্ট-অ্যাম্পিয়ার) দিয়ে হিসেব করা হয়, যেমন ট্র্যান্সফরমার কখনো সে কতটুকু পাওয়ার দিচ্ছে বা ব্যবহার করছে তার হিসেব করে না, সে হিসেব করে সে কতটুকু পাওয়ার দিতে পারবে, তাই এটার গায়ে রেটিং এ kva লেখা থাকে, আর যখন আপনি ইস্ত্রি বা হিটার ব্যবহার করছেন তখন আপনি নির্দিষ্ট কিছু পাওয়ার ব্যবহার করছেন, এ ক্ষেত্রে এটা হচ্ছে এক্টিভ পাওয়ার , এর হিসাব ক্ষমতার এককে করা হয়, অর্থাৎ watt দিয়ে। watt = Voltage(V) x Current(A) k.watt = kva কিন্তু ব্যবহার আলাদা

Talk Doctor Online in Bissoy App