যদি আপনার হঠাৎ ওজন বৃদ্ধি পাই বা মোটা হওয়ার ঔষধ সেবন করার ফলে শরির অতিরিক্ত ফুলে উঠে তাহলে চামড়া ফাটতে পারে। বা একধরনের চর্মরোগের আক্রমণ এর ফলেও চামড়া ফেটে যায়। অলিভ অয়েল সমস্ত শরিরে মালিশ করতে পারেন। চামড়া নরম রাখার জন্য। আর বিশেষজ্ঞ চর্মরোগ ডাক্তারের পরামর্শে রক্ত, প্রশাব, মল ও স্কিন পরিক্ষা করান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মৌসুমে হঠাৎ করে আদ্রতা কমে গেলে ত্বক শুষ্ক হয়ে ফেঁটে যায় আবার কারও কারও ক্ষেত্রে বংশগতভাবে ত্বক ফাঁটার সমস্যা থাকে। আপনার শরীরের ফাঁটা বন্ধ বা দুর করতে আপনি  যথাসম্ভব ধুলাবালি থেকে দুরে থাকবেন। শরীর যাতে না  ঘামে সেদিকে লক্ষ রাখুন। পরিস্কার থাকার চেষ্টা করবেন।আপনার শরীরের ফাঁটার জন্য আপাতত  আপনি ক্ষারডযুক্ত সাবান ব্যবহার বন্ধ করুন। গোসলের পরে মাশ্চেরাইজার ও ক্রীম ব্যবহার করুন। গ্লিসারিনও ও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন।  গোসলের আগে পায়ে তেল ম্যাসাজ করতে পারেন।  এতে ত্বক নরম থাকবে। তিল তেল বা কোনো ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ