আপনি যেটা ভালো পারেন সেটা আপলোড করলে ভালো হবে।

Talk Doctor Online in Bissoy App
Call
ইউটিউবে খেলাধূলা,শিক্ষামূলক,ধর্মীও ও মজাদার সব ভিডিও আপলোড করতে পারেন।এছাড়াও ভিবিন্ন ধরনের ভিডিও আপলোড করা যায়।তবে,ফানি ও শিক্ষামূলক ভিডিওগুলোর চাহিদা তুলনামূলকভাবে বেশি।
কপিরাইট হল একটা আইন যা লেখা কন্টেন্ট, ছবি, সফটওয়্যার কিংবা যে কোনো জিনিস এর লেখক, প্রকাশক বা মূল মালিকের স্বত্ব বা অধিকার সংরক্ষন করে যা প্রকাশকের অনুমতি ছাড়া আপনি ব্যক্তিগত কাজে অথবা অন্য কোনো কাজে সরাসরি কপি করে ব্যবহার করেন তাহলে তাহলে এতে কপিরাইট আইন লঙ্ঘন হবে।কপিরাইটের মাধ্যমে আপনার তথ্যগুলোর নিরাপত্তা জোরদার হয়।কপিরাইটের ফলে আপনার তথ্যের চুরি ও নকলের হাত থেকে রক্ষা পায়।এছাড়া কপিরাইট সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে যান


Talk Doctor Online in Bissoy App

যে ভিডিওটির মালিক আপনি না বা আপনার তৈরি না বা আপনি ভিডিওর পার্টনার না সেটাই কপিরাইট ভিডিও। 

আর ইউটিউবে সম্পুর্ন কপিরাইটমুক্ত ভিডিও আপলোড করতে হবে।

নিজে ভিডিও তৈরি করবেন(ফানি, টিউটোরিয়াল, স্লাইড সো, নিউজ)। ভিডিও তৈরি করার সময় ভিডিওর মানের দিকে নজর দিবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি কি ধরণের ভিডিও আপলোড করবেন সেটা একান্ত নিজস্ব বিষয় তবে আপনি নানা ধরণের ভিডিও আপলোড করতে পারেন যেমন: 

  • কমেডি বা হাস্যকর ভিডিও (Funny video) 
  • শিক্ষণীয় ভিডিও (Educational video) 
  • টিউটোরিয়াল ভিডিও (তথ্য প্রযুক্তি বিষয়ক ভিডিও বা Ict video)
  • রান্না বিষয়ক ভিডিও (Cooking video)
  • রূপচর্চা বিষয়ক ভিডিও ( Beauty tips video)ইত্যাদি
কপি রাইট হলো আপনি কারো ভিডিও তথ্য বা যেকোনো কিছু তার অনুমতি ছাড়া ব্যবহার করা বা ছাপানো হল বে আইনি। এটা প্রতিরোধ করার আইনটির নাম হলো কপিরাইট আইন। এই আইনের মানে হলো কোনো তথ্যে যে মালিক শুধু সেই এটি ব্যবহার করতে পারবে আর তার অনুমতিতে বাকিরা। কিন্তু অনুমতি ছাড়া করলেই তা কপিরাইট আইন ভঙ্গ হবে। বাংলাদেশ তথ্য আইন 2006 অনুযায়ী এটি একটি অপরাধ এর জন্য বড় ধরণের শাস্তি হবে । 
Talk Doctor Online in Bissoy App