আমার Symphony v65 জন্য কি কেউ কাষ্টম রম দিতে পারবে। Nougat ROM দরকার। এটা দিলে ফোনের সমস্যা হবে কি
Share with your friends
Call

আপনি google -সার্চ দিলেই পেয়ে যাবেন, তারপর ডাউনলোড করে রিকোভারি মোড-এ গিয়ে ইনস্টল করে নিন। কাস্টম রম যদি সঠিক থাকে এবং তা সঠিক ভাবে ইনস্টল করা যায় তাহলে কোন সমস্যা হবেনা। কিন্তু কাস্টম রোমে কোন ক্রুটি বা ইনস্টল ব্যার্থ হলে ফোন ব্রিক করতে পারে।

Talk Doctor Online in Bissoy App
Anynomous

Call

আপনার মোবাইলের মডেল বললে কাস্টম রম দিতে পারতাম। 

আপনি মোবাইলে কাস্টম রম দিতে গেলে কিছু সতর্কতা জেনে নিতে পারেন

  • আপনার মোবাইলের ওয়ারেন্টি নষ্ট হয়ে যাবে।
  • আপনার একটা ভুল পদক্ষেপ আপনার ফোনটা ব্রিক করে দিতে পারে।
  • স্টক রমের বেক-আপ রেখে নিবেন।
এবার আপনার ফোনটা রুট করে নিতে হবে। এরপর ফোনে একটা কাস্টম রিকভারি ইন্সটল ফ্ল্যাশ করে নিবেন। তারপর কাস্টম রম ডাউনলোড করে ফোন অফ করে রিকভারি মোডে গিয়ে ইন্সটল এ যিপ সিলেক্ট করে ডাউনলোড কৃত রমটি সিলেক্ট করে দিয়েই কাস্টম রম ইন্সটল হয়ে যাবে।

আর সব কিছু সঠিকভাবে করতে পারলে আপনার ফোনে কাস্টম রম দিলেও ফোনে কোন সমস্যা হবে না। 

ধন্যবাদ 

Talk Doctor Online in Bissoy App