পবিত্র কুরআনে বিজ্ঞান সংবলিত কি কি আয়াত রয়েছে??

জানা থাকলে জানাবেন....


শেয়ার করুন বন্ধুর সাথে
আল কুরআনে বিজ্ঞান সম্পর্কে অনেক আয়াত রয়েছে।যথা:

সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে(সূরা আলাক ২)

যখন প্রচন্ড কম্পনে যমীন প্রকম্পিত হবে। আর যখন তার বোঝা বের করে দিবে।(সূরা যিলযালাহ ১-২)

শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। শপথ চক্রশীল আকাশের।(সূরা আত-ত্বারিক ১ এবং ১১)

যিনি যথাবিধি আকাশরাজি ও ভূ-মন্ডল সৃষ্টি করেছেন। তারা যাকে শরীক করে তিনি তার বহু উর্ধ্বে। (সূরা নাহল ৩)

নিশ্চয়ই আসমান ও যমীনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ তায়ালা আকাশ থেকে যে পানি নাযিল করেছে,তদ্দ্বারা মৃত যমীনকে সজীব করে তুলেছে এবং তাতে ছড়িয়ে দিয়েছে সবরকম জীব-জন্তু। আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তাঁরই হুকুমের অধীনে আসমান ও যমীনের মাঝে বিচরণ করে,নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্যে। (সূরা বাকারাহ ১৬৪)


আরো জানতে এখানে যান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ