অনেক দিন ধরে পেটের সমস্যা হচ্ছে । অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি সমস্যার সমাধান পাই নি । পেট ব্যথা করে না মোচর দেয় না কিন্তু আম বা মিউকাস যায় সব সময় । জ্বর থাকে। শরীরে ব্যথা হয় । সব সময় পেটে বুদ বুদ শব্দ হয় । কখনো পায়খানা পাতলা কখোনো কষা । খাবারে অরুচি । দিন দিন শরিরের ওজন হ্রাস পাচ্ছে । কখনো দিনে পাচ বার কখনো দিনে এক বারও পায়খানা হয় না । মাঝে মাঝে আম বা মিউকাস দেখা যায় না । পায়খানা অল্প অল্প করে হয় । পেট ভার হয়ে থাকে । অনেক পরীক্ষা করার পরেও রোগ সম্পর্কে কিছুই জানতে পারিনি । এক জন বিশেষজ্ঞ এর কাছে উত্তর চাই । দিলে উপকার হত। দয়া করে মোবাইল নাম্বার টা দিবেন
শেয়ার করুন বন্ধুর সাথে

জীবাণুদ্বারা আক্রান্ত আপনি । এখন এই সমস্যা থেকে বেরোতে চাইলে প্রথমেই আপনাকে কোন ভালো হাসপাতালে গিয়ে পেট পরিস্কার করে নিতে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি বিশেষজ্ঞ এর পরমর্শ নিন । প্রয়োজনে দেশের বাহিরে যান। শরীরে সব সময় জ্বর এবং খাদ্য অরুচি ওজন হ্রাস এগুলো ক্যান্সারের পূর্ব লক্ষণ। তাই অভিজ্ঞ ডাক্তারের পরমর্শে চিকিৎসা নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ