ইন্টারমিডিয়েট-এ পড়ে চাকরী করতে গেলে আপনার পড়াশোনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। এই সময়ে যাদের অর্থপার্জন অতীব জরুরী তারা সাধারনত স্টুডেন্ট পড়িয়ে একটা ইনকাম সোর্স বের করার চেষ্টা করে। বাট আমার সাজেশনস হচ্ছে, আপনার যদি নিম্নোক্ত প্রশ্নগোলার উত্তর “হ্যাঁ” হয় তাহলে অনলাইন ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট একটা বিষয় শিখে আয় করার চেষ্টা করা:

  1. আপনার কি ইন্টারনেট কানেকশনসহ কম্পিউটার/ল্যাপটপ আছে?
  2. আপনার কি মাইক্রোসফট অফিসের এমএস ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে ধারনা আছে?
  3. আপনি কি স্বাচ্ছন্দে ইন্টারনেট  ব্রাউজ করতে পারেন?
  4. আপনি কি ইংরেজিতে ব্যাসিক কমিউনিকেশন করতে সক্ষম?

যদি প্রশ্নগুলোর উত্তর “হ্যাঁ” হয় তবে ভাল কোন আইটি ফার্ম বা ট্রেনিং সেন্টার থেকে অথবা পরিচিত অন্য কোনো সোর্স থেকে ফ্রিল্যান্সিংয়ের একটা নির্দিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়ে অনলাইনে কাজ করার চেষ্টা করতে পারেন। শুরুতে কাজ পেতে একটু সময় লাগলেও; যদি প্রচেষ্ঠাসহ লেগে থাকেন তবে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

ধন্যবাদ.....
Masud @ BDFreelance
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ