টেস্ট টিউব বেবী বা নলজাত শিশু হচ্ছে শরীরের বাইরে পরীক্ষাগারে বাবা-মায়ের শুক্রানু ও ডিম্বানুর মিলন ঘটিয়ে যে শিশুর জন্ম হয়। ১৯৭৪ সালে বিশ্বে প্রথম নলজাত শিশুর জন্ম। শিশুটির নাম লুইস ব্রাউন। যুক্তরাজ্যের ডা: এডওয়ার্ড এবং ডাঃ স্টেপটো বিশ্বে প্রথম নলজাত শিশুর জন্মদানের ব্যবস্থা করেন। এই পদ্ধতিটির নাম আইভিএক । বাবা মায়ের বাইরে যদি কোন ডোনার থেকে শুক্রানু বা ডিম্বানু সংগ্রহ করে নলজাত শিশুর জন্ম দেয়া হয় তাহলে তা ইসলাম ধর্মের বিধিসম্মত নয়। সরাসরি বাবা-মায়ের নিজস্ব শুক্রানু ও ডিম্বানু সংগ্রহ করে পরীক্ষাগারে নলজাত শিশু জন্মদানে কারো কোন আপত্তি থাকার কথা নয়। এটা বিজ্ঞানেরই অবদান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ARZU

Call

টেস্ট টিউব বেবী একটি ডাক্তারী বা চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে ইসলামে কোন বাধা নেই। রোগ হলে চিকিৎসা নিতে হবে। তবে স্পার্ম বা বীর্য অবশ্যই স্বামীর হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ