দশদিন আগে জানতে পারি আমার শরিরে এ ভাইরাস আছে সাথে সাথে বাকি টেস্টগুলোও করিয়েছি আলহামদুল্লিলাহ ডক্টর বলেছেন সব টেস্ট রিপোর্ট ই ভালো আসছে লিভারে এখনো এট্টাক করেনি। এখন আমি কি এ ভাইরাস থেকে বেড়িয়ে আসতে পারবো? যদি বেড়িয়ে আসা যায় তো কিভাবে? আপনার এলাকা বা পাড়াপরশির ভাই বোন কাকা মামা অথবা আপনার বন্ধু বান্ধুবের মধ্যে কেউ কি এ রোগ থেকে মুক্তি পেয়েছে? যদি পেয়ে থাকে তো সেটা কিভাবে বাস্তবটা জানাবেন আমি যে ডক্টর দেখিয়েছি তিনি শুধু একটা ভিটামিন দিয়ে বলেছেন এটার কোন চিকিৎসা নেই আবার অনেকেই বলছেন আছে কনফিউজড তাই সবার কাছে জানতে চাচ্ছি ছোট অবস্তায় থাকলে কি সত্যিই এটা থেকে বেড়িয়ে আসা সম্ভব?
Share with your friends
Yakub Ali

Call

সে কি বিশেষজ্ঞ ডাক্তার সেটা বলেন নি

আপনার লিভার অ্যাটক করেনি, এটি আপনার

ভাগ্য, তাই টোটকা বা হোমিওপ্যাথি ঔষধ

খাবেন না, সমস্যা জটিল হবে, চিকিত্সা

অবশ্যই আছে, শুধু মাত্র লিভার সিরোসিস

হলে চিকিত্সা থাকেনা।



লিভার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী

চলতে হবে ঔষধ খেতে হবে।


সতর্কীকরণঃ হেপাটাইটিস বি অনিরাপদ যৌন মিলন ও সুঁই সিরিজ ব্যবহারে একজন থেকে অন্যজন আক্রান্ত হয় তাই সাবধান।

Talk Doctor Online in Bissoy App