১৯৪৩ সালের দূর্ভিক্ষের উপর বাংলা ভাষায় সাদাকালো রঙের একটি মুভি রয়েছে। কয়েকবছর আগে ডাউনোলড করে দেখেছিলাম, এখন আর নামটা মনে করতে পারছিনা। এতে দেখা যায় একটি হিন্দু লোক গরুর গাড়িতে করে গ্রামে গ্রামে গিয়ে ছেলে মেয়েদের পড়াতেন। বিনিময়ে তিনি কিছু চাল পেতেন।১৯৪৩ সালের দূর্ভিক্ষের সময় তিনি একদিন চাল নিয়ে ফিরছিলেন এমন সময় এক অভাবী লোক তার পথ আটকিয়ে বললেন "বাবু আমাকে কিছু চাল দিন"। পরে সেই লোককে তিনি অর্ধেক চাল দিলেন। মুভির এক অংশে দেখা যায় এক মেয়ে কেবল চালের জন্য এক পুড়ো মুখো লোকের কাছে দেহ বিলিয়ে দেয়।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সেই মুভিটির নাম "অশনি সংকেত"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ