শেয়ার করুন বন্ধুর সাথে
ArfanAli

Call

সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে এবং অংকগুলো বারবার করতে হবে। ২য় পত্রে মূল বিষয় জৈব যৌগ। এটা বুঝলে সহজ না বুঝলে কঠিন। অনেক বড় চ্যাপ্টার এটা। যা মুখস্থ রাখা সম্ভব না। তাই মূল বিষয় গুলো পড়তে হবে এবং বিক্রিয়াগুলো বারবার খাতায় লিখতে হবে। কারো সাহায্য ছাড়া জৈব যৌগ বোঝা মুশকিল। তাই কোচিং বা প্রাইভেট পড়ুন। এ অধ্যায় থেকে 2 টি বা 3 টি সৃজনশীল হয় বোর্ডে। প্রধান বিষয়গুলো পড়লে সৃজনশীন কমন পাবেন। যেমন প্রস্তুতি প্রণালী থেকে সৃজনশীল হয়। এইরকম কিছু মূল বিষয়গুলো পড়বেন যদি পুরো অধ্যায় সম্পূর্ণ করতে সমস্যা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ