আমার অ্যান্ড্রয়েড ফোনটা কেনার পরে ৭ মাস ব্যাবহার করেছি...এখন একটা কারনে আমি ফোনটাকে ৬/৭ মাস বন্ধ রাখতে চাই..তাহলে কি ব্যাটারির কোনো প্রবলেম হবে? Note: Mobile Name: Itel it1508 plus.. Battery Capacity: 2400 mAh
শেয়ার করুন বন্ধুর সাথে

এতো মাস বন্ধ রাখলে ব্যাটারী+মোবাইল

দুটোর ই ক্ষতি হবে। প্রথমত ব্যাটারি বসে

যাবে, দ্বিতীয় সেট অন হবেনা। তবে সেট এন

না হলেও ফ্লাশ করালে ঠিক হয়ে যাবে।

আমার বেশ কয়েকটার এই অবস্থা হয়ছে।

তার চেয়ে মোবাইল অন করে রেখে দিলেও

ভালো, মাঝে মাঝে চার্জ দিয়ে রাখলে ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ