শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
সরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠান গুলোর মতো
নীতিমালা করলে ও বাস্তবায়িত করলে
অবশ্যই শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা
বেশি হবে/বাড়বে।
কয়েকটি নীতি তুলে ধরা হলো:-
(১) কোনো শিক্ষার্থী কোনো প্রকার নোটিশ ছাড়া
কলেজে অনুপস্থিত হলে তাকে প্রাকটিক্যাল নম্বর
কম দেওয়া হবে।
(২) প্রতিটি পিরিয়ডে উপস্থিতি নোট করতে হবে।
(৩) অকারণে অনুপস্থিত শিক্ষার্থী যখন উপস্থিত
 হবে তখন সকলের সামনে তাকে কড়া ভাবে
 সতর্ক করা হবে ও জরিমানা দিতে হবে।
* কেউ বার বার নীতি ভঙ্গ করলে তাকে অভিবাবকসহ
প্রতিষ্ঠানে কৈফত দর্শাতে হবে। 
* একটানা অনুপস্থিত শিক্ষার্থীদের পরীক্ষায়
অংশগ্রহণ করতে দেওয়া যাবে না।
এমন নীতি বাস্তবায়ন করলে প্রাথমিকভাবে 
শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ণ না হলেও নামধারি
শিক্ষার্থী গুলো দুর হবে এবং এক সময় প্রতিষ্ঠানের
সব শিক্ষার্থীই প্রকৃত শিক্ষার্থীর গুণাবলি অর্জন 
করবে, প্রকৃত শিক্ষার্থীরাই মেধা অনুসারে মেধাস্থান
পাবে এবং বাংলাদেশে বাস্তবায়ন হবে সুশিক্ষা। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ