A+ এর সাথে marksheet এ নাম্বারও জানিয়ে দেয়া হবে?এবং কৃষিতে A পেলে মোট কয়টি subject এ পয়েণ্ট যোগ হয়?
Share with your friends
Call

আমি এটা জানিনা যে মার্ক শিট যোগ হবে কিনা ।আর কৃষিতে A+ পেলে মোট 3.00 পয়েন্ট যোগ হয় ।এটা আলাদা কোনো বিষয়ে যোগ হয় না ।এর পয়েন্ট মোট রেজাল্টের সাথে যোগ হয় ।যেমন:কৃষিতে A+ পেলে মোট এগারো SUBJECT হয়ে সেই গ্রেডকে ১০ দ্বারা ভাগ করে যে পয়েন্ট হবে সেটাই আপনার রেজাল্ট ।

Talk Doctor Online in Bissoy App
Call

এইবার গ্রেডের সঙ্গে মার্ক দেওয়ার সম্ভবনাটাই বেশি।  যেহেতু এইচএসসি এবং এসএসসিতে মার্ককশিট দিচ্ছে তাই জেএসসি এবং পিএসসিতেও মার্ক দেওয়ার সম্ভবনা রয়েছে।

আর অপশনাল বিষয়ের নিয়ম হলো যেই গ্রেড পেয়েছেন সেইটা থেকে ২ বিয়োগ করা। যেমনঃ A+ পেলে (৫-২)=৩, A (৪-২)=২ মানে কৃষিতে আপনি যদি A পান তাহলে ২ পয়েন্ট যোগ হবে। আর কয়টি সাবজেক্টে যোগ হবে ঐরকম না বিষয়টা বরং পয়েন্ট যোগ ২ যদি আপনি A গ্রেড পান।  আপনার সাবজেক্ট যতগুলো রয়েছে সেইগুলো পয়েন্টের সঙ্গে ২ পয়েন্ট যোগ হবে। তবে সাধারণভাবে বললে যদি সব সাবজেক্টে A+ পান এবং দুইটা সাবজেক্টে A পান তাহলেও GPA 5.00 পাবেন।  

Talk Doctor Online in Bissoy App