আমি পাইলসের কারনে এই ঔষধটি খাচ্চি। কোন কোন সময় পায়খানার রাস্তা ফেটে রক্ত যায়। কিন্তু পাইলস ভাল হচ্চে না। আমি এখন জানতে চাচ্চি, ঔষধটি কিসের? এটার কাজ কি?? প্লিয কারো জানা থাকলে বিস্তারিত বলবেন।
Share with your friends
Clavusef-500 mg মুলত এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। বিভিন্ন সংক্রমন ও প্রদাহে ব্যাবহার করা হয়।

এন্টিবায়োটিক হলো এক ধরনের ওষুধ যা ব্যাক্টেরিয়ার দ্বারা সংক্রমন হতে মুক্তি পেতেই ব্যবহার করা হয়। শরীরের থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে সংক্রমণের বা ইনফেকশানের হাত থেকে শরীরকে রক্ষা করে এই এন্টিবায়োটিক। এন্টিবায়োটিক একমাত্র ব্যাকটেরিয়া জনিত সংক্রমনের বিরুদ্ধে কাজ করে। ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের কিছু উদাহরন হিসেবে বলা যায় যেমন-
১। ব্যাকটেরিয়া ঘটিত গলার সংক্রমণ
২। নিউমোনিয়া (ফুসফুসের সংক্রমণ)
৩। মূত্রথলি বা মুত্রনালির সংক্রমণ।
৪। যৌনমিলনের ফলে সংক্রমণে যেমন গনোরিয়া, ক্লেমাইডিয়া।
৫। পায়ুপথ ফেটে সংক্রমন ইত্যাদি।

ভাই আপনার পাইলস ভালো না হলে আপনি পুনরায় ডাক্তার এর সাথে যোগাযোগ করুন।

Talk Doctor Online in Bissoy App