শেয়ার করুন বন্ধুর সাথে

১. যে সমস্ত d-block মৌলের আয়নিক অবস্থায় অসম্পূর্ন d-orbital(d1-d9)থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আর আন্তঅবস্থান্তার মৌল হল যাদের পরমানুতে আংশিকভাবে পূর্ণ (n-1)d উপকক্ষ ছাড়াও আংশিকভাবে পূর্ণ (n-2)f উপকক্ষ বর্তমান থাকে। ২. d-block মৌল থেকে অবস্থান্তর মৌল পাওয়া যায়। আর, আন্তঃঅবস্থান্তর মৌল হল ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড মৌল সমূহ, যা f-block ভূক্ত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ