Call

চোখের নিচের কালো.দাগ দূর করার কৌশল-
রাত জাগা, টেনশন ইত্যাদির ফলে অনেকেরই চোখের
নিচে.কালো দাগ পড়ে যায়। একে আমরা
বলি ডার্ক সারকেল, যার ফলে চোখের
সৌন্দর্যহানি হয় ও চোখকে ছোট
দেখায়। সত্যি বলতে কি, এই ডার্ক সার্কেল কোন বিউটি ক্রিম দ্বারা দূর করা সম্ভব নয়। এরচাইতে বরং প্রাকৃতিক পদ্ধতি অনেক বেশি সহজ ও কার্যকরী। তাহলে কি করবেন? মাত্র কয়েক মিনিটে এই সমস্যা দূর করতে
আপনার প্রয়োজন কেবল সবুজ
চায়ের দুটি ব্যবহৃত টি ব্যাগ!
সবুজ চা তৈরি করা হয় দুধ ও চিনি
ছাড়া। তবে চা তৈরির পর টি ব্যাগ
ফেলে দেবেন না যেন। বরং ব্যাগ
নিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন।
এরপর টি ব্যাগ দুটি আলতো চিপে নিয়ে
চোখের ওপর মাত্র ১০ মিনিট রাখুন। ১০
মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে চোখ
ধুয়ে ফেলুন। প্রথম ব্যবহারেই বিস্ময়কর
ফল পাবেন। চায়ের ক্যাফেইন ও
অ্যান্টি-অক্সিডেন্ট চোখের নিচের
ক্ষতিগ্রস্থ চামড়া ঠিক করতে দাগ
দূর করতে সাহায্য করে। নিয়মিত
ব্যবহারে কালো দাগের নাম নিশানাও
থাকবে না।

তথ্য বিস্ময়, 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ