শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই , বাংলায় অনার্স করাকে আজকাল অনেকেই আড়চোখে দেখে । আসলে আপনার যদি পর্যাপ্ত মেধা থাকে তবে যে বিষয়েই অনার্স করেন না কেন , চাকরি পাবেনই । বাংলায় অনার্স মাস্টার্স শেষ করে কয়েকধরনের টেকনিক্যাল চাকুরি ছাড়া প্রায় সকল চাকরিতেই আবেদন করতে পারবেন । আপনি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন । বিসিএস পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন তবে প্রশাসন , পুলিশ , শিক্ষা ক্যাডারে যোগ দিতে পারবেন । তবে সকল সফলতার মূল হলো পরিশ্রম , তাই পরিশ্রম করে যান ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ