আমরা যে পরীক্ষায় ৫ পয়েন্ট পাই ৪ পয়েন্ট পাই তা কীভাবে বের করে? মনে করুন আমি নয়টি বিষয়ে পরীক্ষা দিলাম, ১=৫ ২=৫ ৩=৫ ৪=৫ ৫=৫ ৬=৫ ৭=৩.৫ ৮=৪ ৯=৪ পেলাম। এখন আমার gpa কত? এবং আমি তা কীভাবে বের করতে পারি?
Share with your friends
Call

আপনার GPA:4.63 আপনি যত পয়েন্ট পাবেন সেগুলা যোগ করে মোট সাবজেক্ট দিয়ে ভাগ করলে উক্ত ফলাফল পাবেন।

Talk Doctor Online in Bissoy App

অবশ্যই আপনে ৪র্থ বিষয় যোগ করতে হবে।আপনে এখানে ৯ বিষয়ের পয়েন্ট দিচেন।তাই আপনাকে ৯টি বিষয়ের মোট পয়েন্টের সাথে ৪র্থ বিষয়ে যত পয়েন্ট পাইছেন তা থেকে ২পয়েন্ট বাদ(যেমন:৩ পয়েন্ট পেলে,৩-২=১ এবং ২পয়েন্ট পেলে,২-২=০) দিয়ে, বাকি পয়েন্ট যোগ করতে হবে।তারপর যত পয়েন্ট হবে সেটাকে ৯দিয়ে ভাগ দিতে হবে।তাহলেই পেয়ে যাবেন আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন।।

Talk Doctor Online in Bissoy App