শেয়ার করুন বন্ধুর সাথে
bissoy

Call

গুগল ম্যাপস একটি বিনামূল্যের উচ্চপ্রযুক্তির সেবা। উন্নতবিশ্বে যানচলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণ, সংবাদ পরিবেশন, নগরপরিকল্পনাসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে এই সেবা। গুগল ম্যাপসের মাধ্যমে ডিজিটাল মানচিত্র সরবরাহ করা হয় যা মুঠোফোন, পিসি সহ লোকেশন নির্ভর যন্ত্রাংশে ব্যবহার করা চলে। অচেনা স্থানে ভ্রমণ, নিকটবর্তী এটিএম বুথ, রেস্টুরেন্ট ও পেট্রোল পাম্প খুঁজে পেতে গুগল ম্যাপসের ব্যবহার ক্রমশ জনপ্রিয় হচ্ছে তরুণ প্রজন্মের কাছে। গুগল ম্যাপস ব্যবহার করা যাবে http://maps.google.com/ ঠিকানা থেকে।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ