শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইলেকট্রনিক্স সার্কিটে বহুল ব্যবহৃত একটি পার্টস হল রেজস্টর ।এটি বিদ্যুৎ প্রবাহে/ কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। যতটুকু বাধা প্রদান করবে তা নির্ভির করে এর ক্ষমতার উপর। এর মানের একক ‘ওহম’এর সাংকেতিক চিহ্ন Ω এটি পরিমাপ করতে হয় ওহম মিটার দিয়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
রেজিস্টর ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে রোধক। রেজিস্টর বিভিন্ন সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে যাতে সার্কিটে অতিরিক্ত ভোল্টেজ কে ড্রপ করতে পারে। এছাড়া বিস্তারিত এই লিঙ্কে পড়তে পারেন। http://blog.voltagelab.com/রেজিস্টর/
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ