শেয়ার করুন বন্ধুর সাথে
jisan

Call

প্রতিটি অফিস, কারখানা, বাড়ি এবং স্কুলে সহজলভ্য জায়গায় একটা প্রাথমিক চিকিত্‌সা সরঞ্জাম এর বাক্স থাকা উচিত্‌। ওটা তৈরী অবস্থায় দোকানে পাওয়া যায় কিন্তু আপনি টিন বা কার্ডবোর্ডের বাক্সও বাড়ীতে প্রাথমিক চিকিত্‌সা সরঞ্জাম এর বাক্স হিসাবে ব্যবহার করতে পারেন। আপনার প্রাথমিক চিকিত্‌সা সরঞ্জাম এর বাক্সে নিচের বস্তুগুলি থাকা উচিত্‌‌ বিভিন্ন আকারের জীবানুমুক্ত আঠালো পট্টি শোষক গজের ছোট একটা রোল বা বিভিন্ন আকারের গজের প্যাড আঁঠালো ফিতে তেকোনা এবং রোলার পট্টি তুলো (এক রোল) ব্যান্ড এইড (প্লাষ্টার) কাঁচি পেন টর্চ রাবারের দস্তানা (২ জোড়া) চিমটা সুঁচ ভেজা তোয়ালে এবং পরিষ্কার শুকনো কাপড়ের টুকরো পচননিবারক বীজবারক দ্রব্য (স্যাভলন বা ডেটল) থার্মোমিটার পেট্রোলিয়াম জেলীর ছোট টিউব বা অন্য পিচ্ছিলকারক পদার্থ বিভিন্ন সাইজের সেফটিপিন পরিষ্কার করার বস্তু/সাবান ব্যবস্থাপত্রবিহীন অষুধ এ্যাস্পিরিন বা প্যারাসিটামল জাতীয় ব্যথা নিবারক ডায়রিয়া নিবারক অষুধ মৌমাছি হুল ফোটানোর জন্য এ্যান্টিহিষ্টামাইন ক্রীম. অম্লনাশক(পেটের গন্ডোগলের জন্য) রেচক (পেট পরিষ্কার করার অষুধ) আপনার প্রাথমিক চিকিত্‌সা সরঞ্জাম সহজে পাওয়া যাবে এমন জায়গায় রাখুন। অষুধপত্র ব্যবহারযোগ্যতার সময় পেরোতেই বদল করে ফেলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ