Share with your friends
Call

আমরা জানি computer binary logic এ কাজ করে। অর্থঃ াৎ একদম মৌলিক পর্যায়ে যে কোন digital system তথ্য কে শুধু 0 ও 1 এর কোন combination হিসাবে দেখে। যদি আমরা digital system এর জন্য তথ্যর কোন মৌলিক একক সংজ্ঞায়িত করতে চাই তবে ঐ মৌলিক একক এর মাত্র দুইটি মান থাকতে পারে। হয় 1 অথবা 0 এই মৌলিক একক কে বলা হয় bit. bitrate বলতে বোঝায় প্রতি সেকেন্ড এ যে পরিমাণ bit ব্যবহৃত হয়। "ব্যবহৃত হওয়া' অর্থঃ বিভিন্ন হতে পারে। যখন আমরা বলি internet এর bitrate 60kbps, আমরা বোঝাই ঐ internet connection দিয়ে প্রতি second এ 60kilo bit বা 60000 bit তথ্য প্রতি second এ আদান-প্রদান করা যায়। যখন আমরা বলি একটি mp3 file er bitrate 128kbps, আমরা বোঝাই ঐ mp3 file এ প্রতি second audio সংরক্ষণ করার জন্য 128000 বিট ব্যবহার করা হয়েছে। bit আর byte এর পার্থক্য আছে। 8 bit = 1 byte. সাধারণত সংক্ষেপ এ byte কে B ও bit কে b দিয়ে লেখা হয়। kbps অর্থঃ kilobit per second kBps অর্থঃ kilobyte per second 8 kbps = 1 kBps

Talk Doctor Online in Bissoy App