শেয়ার করুন বন্ধুর সাথে
Call

গোদ রোগ সাধারণত মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে হয়ে থাকে। একে elephantiasis বলে। মূলত লিম্ফাটিক ফাইলেরিয়াসিস (Lymphatic filariasis) রোগের অন্যতম প্রধান লক্ষন গোদ রোগ। কিছু নেমাটোড দ্বারা মানুষের lymphatic system দখল হয়ে যায় যার ফলে elephantiasis বা গোদ রোগ হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তির পা এবং অন্যান্য অঙ্গ ফুলে যায়। এখন যদি গোদ রোগে আক্রান্ত স্থানে ফোড়া হয় তবে সেটা যে খুবই ভয়ঙ্কর হবে, বলাই বাহুল্য। এইভাবে "গোদের উপর বিষফোঁড়া" প্রবাদটি এসেছে। তবে আজ পর্যন্ত কারো এই অবস্থা হয়েছে কিনা তা আমার জানা নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ