শেয়ার করুন বন্ধুর সাথে
master

Call

নারীর যৌন অনীহা শাররীক কিংবা মনস্তাস্তিক উভয় কিংবা যেকোন একটি কারনে হতে পারে।

শাররীক যে সব কারন থাকতে পারেঃ

রক্ত স্বল্পতা, যা নারীদের মাসিক ঋজচক্রকালীন রক্তে আয়রনের হার হ্রাস পাওয়া থেকে প্রকট হয়।
মদ্যপানে আসক্তি।
মাদাকাসক্তি।
ডায়াবেটিস।

সন্তান প্রসবের পরবর্তী কিছু সময়কাল নারীর যৌন আকঙ্খা সম্পুর্ন হারিয়ে যায়। এটি শরীরে হরমোনাল পরিবর্তনের সাথে প্রায় সরাসরি জড়িত। বেশির ভাগ নারী সন্তান জন্মদেবার পর মানসিক ভাবে অনেকটা বিক্ষিপ্ত থাকেন তাই তারা শাররীক মিলন নিয়ে চিন্তা করার অবকাশ পাননা।
কিছু ঔষধের পাশ্বপ্রতিক্রিয়া।
Hyperprolactinaemia - পিটুহিটারী গ্রন্থির অতিরিক্ত ক্রিয়াশীলতায় এ সমস্যা দেখা দেয়।

মনস্তাস্তিক কারন সমুহঃ

অবসাদ কিংবা বিষন্নতা
দুশ্চিন্তাগ্রস্ত হওয়া; যখন নারী দুশ্চিন্তাগ্রস্ত থাকে তখন এ্যডরিনাল (মুত্র) গ্রন্থি ইষ্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ইষ্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনই নারী শরীরে যৌন আকাঙ্খা উৎপন্ন করে।
উদ্বিগ্নতা।

শিশুসুলভ মনোভাবের পুর্নজন্ম।

পুর্বের ধর্ষণ কিংবা যন্ত্রনাদায়ক শাররীক সম্পর্কের শিকার হওয়া।

স্বামীর সাথে প্রচন্ড মানসিক বিবাধ থাকা।

যৌন অনীহায় করনীয়ঃ

আপনি যদি অনুমান করতে না পারেন যৌনকামে আপনার অনীহার কারন কি - তাহলে ডাক্তারের সাথে দেখা করুন। পরিবার পরিকল্পনা অফিসের নারী কর্মীও আপনাকে এ ব্যপারে সহযোগীতা করতে পারেন। কিছুক্ষেত্রে ডায়াগোনোসিস এর প্রয়োজন পড়তে পারে।তাছাড়া প্রথমিক ভাবে এই সমস্যা কাটিয়ে উঠতে সেক্স বাড়ানোর খাবার খান।নিয়মিত কেজেল ব্যায়াম করুন। ওজন কমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ