শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিনিময় : উৎপাদনের পরবর্তী পর্যায় হল বিনিময়। আদিম যুগে মানুষের অভাব ছিল সামান্য। প্রত্যেকে নিজ নিজ প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে অভাব পূরণের চেষ্টা করত। কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনও বৃদ্ধি পেয়েছে। বর্তমান যুগে কেউ তার প্রয়োজনীয় সব কিছুই উৎপাদন করতে পারে না। প্রত্যেক ব্যক্তি তার দক্ষতা অনুযায়ী কিছু কিছু দ্রব্য উৎপাদন করে এবং তার বিনিময়ে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করে। এভাবে সমাজে বিনিময়ের প্রয়োজন দেখা দেয়। বিনিময়প্রথার গোড়ার দিকে মানুষ এক পণ্যের সঙ্গে অন্য পণ্যের বিনিময় করত। কিন্তু সমাজে মুদ্রার প্রচলন হওয়ার পর বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা ব্যবহৃত হয়ে আসছে। বিনিময়ের মাধ্যমে মানুষ তাদের বিভিন্ন ধরনের অভাবের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে। এ জন্য মানুষের বিভিন্ন কর্মপর্যায়ের মধ্যে বিনিময়ের গুরুত্ব অপরিসীম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ