Share with your friends
Call

স্মার্ট ফোন এখন সবার হাতে হাতেই। ফেনের ভেতরের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ঠিকভাবে রাখার জন্য অনেকেই প্যাটার্ন লক ব্যবহার করে থাকেন। কিন্তু হঠাৎ যদি এই প্যাটার্ন লক খুলতে ভুলে যান তখন বিপদের সম্মুখীন হতে হয়। কেননা লকটি খোলার জন্য বারবার ভুলভাবে চেষ্টা চালানোর কারণে প্যাটার্ন ইনপুট স্ক্রীন চলে গিয়ে আপনাকে যথেষ্ট বিরক্তিতে ফেলে দেয়। এরপর ফোন ওপেন করলেই মেইল আইডি এবং পাসওয়ার্ড চায় আনলোক এর জন্য। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কাজ করেনা। invalid username or password এরকম একটা মেসেজ দিয়ে ফোনটি আপনাকে বিভ্রান্তে ফেলতে পারে। এই অবস্থা থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে ফোন রিসেট করা। এছাড়া আর কোনোভাবে ওপেন করা যায়না । যদিও গুগলের কয়েকটি সাজেশান রয়েছে। গুগল যা বলছে : ১. গুগল ইউজার নামের সাথে বাতিল হয়ে যাওয়া পাসওয়ার্ডটি দিয়ে চেষ্টা করুন। ২. @gmail.com ব্যতীত ইউজার নামটি দিয়ে চেষ্টা করুন। ৩. উপরের ১ ও ২ নম্বর একসাথে চেষ্টা করুন। ৪. অন্য একটি ফোন থেকে আপনার ফোনে কল করুন এবং হোম বাটন দিয়ে কলটি ধরার চেষ্টা করুন। এরপরে মেনু বাটন থেকে সেটিংসে গিয়ে প্যাটার্ন লকটি অক্ষম করে দিন। ৫. আপনার পাসওয়ার্ডটি GMail.com এ গিয়ে রিকভার করার চেষ্টা করুন। ৬. প্রয়োজনে factory reset করুন। যা যা করবেন : - আপনার ফোনটি বন্ধ করুন। তারপর, পাওয়ার বাটন, ভলিউম আপ(+) কি একসাথে চেপে ধরে রাখুন। যতক্ষণ পর্যন্ত না boot/ factory reset/ factory format এই জাতিয় কিছু অপশান না আসে ততক্ষণ চেপে ধরুন। - আরেকটি অলটারনেটিভ হচ্ছে, boot/ factory reset/ factory Format এই জাতীয় অপশান গুলো নাও দেখাতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র এন্ড্রোয়েড এর লোগোটা দেখাবে। যদি এমন হয় তাহলে লোগো দেখানো অবস্থায় পাওয়ার - বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে প্রেস করুন, তাহলে দেখাবে । তারপর সেখানে প্রাপ্ত অপশান গুলোতে, backup data / restore data/ reboot system সহ format factory অপশানটি দেখতে পাবেন। - মনে রাখবেন এই উইন্ডোতে টাচ কাজ করেনা। তখন ভলিউম আপ ডাউন বাটোন দিয়ে উপরে নিচে যাবেন। আর অপশান সিলেক্ট করার জন্য ফোনের হোম বাটন চাপুন। format factory সিলেক্ট করার পর সিস্টেম ফরমেট হতে থাকবে। তারপর সাকসেস ফুল মেসেজ দেখাবে। তারপরে আবার ভলিউম কি দিয়ে reboot system টা সিলেক্ট করে ফোন রিস্টার্ট করুন। আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। সতর্কতা : বারবার এই কাজ করতে গেলে ফোন থেকে গুরুত্বপূর্ণ ডাটা ডিলিট হয়ে যেতে পারে। তাই এটি বারবার করা থেকে বিরত থাকুন।

Talk Doctor Online in Bissoy App
Nafisaniti

Call

প্রথমেই ফোনটি বন্ধ করতে হবে। এবার ব্যাটারি খুলতে হবে করতে হবে। আবার ব্যাটারি লাগিয়ে ফেলতে হবে। একসঙ্গে ‘up volume key’, ‘Power button’ এবং ‘Home button’ চেপে ধরতে হবে যতক্ষণ না Recovery Mode Screen আসে। ভলিউম কী ব্যবহার করে কার্সর নিচে নামিয়ে ‘wipe data/factory reset’ এ আনতে হবে এবং সিলেক্ট করার জন্য হোমে প্রেস করতে হবে। এখন নিশ্চিত করার জন্য আরেকটি স্ক্রিন আসবে। কার্সরটি সরিয়ে ‘Yes’ এনে আবার হোম বাটন সিলেক্ট করতে হবে। সবশেষে আপনার মোবাইল ফোনের মূল বৈশিষ্ট্য পুনরায় বুট করা আবশ্যক। হার্ড-রিসেট পার্শ্ব প্রতিক্রিয়া ইন্টারনাল মেমোরি’তে ইন্সটল করা সকল অ্যাপ হারিয়ে যাবে। ফোন মেমোরি’তে সেভ করা কন্টাক্ট মুছে যাবে। আপনাকে আবারও আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে। তবে, এক্সটারনাল এসডি কার্ডের সকল তথ্য রয়ে যাবে ।

Talk Doctor Online in Bissoy App