Jobedali

Call

ইমপ্ল্যান্ট নেয়ার/ব্যবহারের উপযুক্ত সময়

  • মাসিকের ১-৭ দিনের মধ্যে ।
  • মিশ্র খাবার বড়ি গ্রহীতার ক্ষেত্রে -
    • সবচেয়ে উপযুক্ত সময় হল শেষ খাবার বড়ি (সাদাবড়ি) খাওয়ার পরদিন ।
    • এছাড়া সবগুলো বড়ি (আয়রন সহ)খাওয়া শেষ হলে তার পরদিন ।
  • অন্য কোনো প্রজেস্টরেন হরমোন ব্যবহারকারীর ক্ষেত্রে -
    • মিনিপিল বাদ দেয়ার দিন ।
    • ইমপ্ল্যান্ট খোলার দিন ।
    • ইনজেকটেবলস এর মেয়াদ কার্যকর থাকা অবস্থায় ।
  • প্রসব পরবর্তী সময়ে--
    • মা বুকের দুধ খাওয়ালে ৬ সপ্তাহ পরে।
    • মা বুকের দুধ না খাওয়ালে প্রসবের সাথে সাথে।
  • গর্ভপাত হলে সাথে সাথে।
  • গর্ভ নেই তা নিশ্চিত হলে যে কোনো সময়ে ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ