শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল থেকে উন্মুক্ত স্থানে মলত্যাগ চিরতরে নির্মূল করার লক্ষ্য নিয়ে শুরু হয় মিশন নির্মল বাংলা অভিযানের। লক্ষ্য পুরোপুরি স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ। এরজন্য ১০০ শতাংশ শৌচাগার ব্যবহারের উপর জোর দেওয়া হয়। এরকম পরিকল্পনা নেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তার নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে শৌচাগার নির্মাণ করা হবে। মূলত চেতনার প্রসার, নিরাপদ স্বাস্থ্যসম্মত অভ্যাস তৈরী করে বাংলা নির্মল হিসেবে গড়ে তোলাই এই মিশনের লক্ষ্য। প্রকল্পটির সূচনা করেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – ২০১৫ সালের ৩০ শে এপ্রিল, নদীয়া জেলার কৃষ্ণনগরে। পরবর্তীকালে এই ‘নির্মল বাংলা’ প্রকল্পকে কেন্দ্র সরকার ‘রোল মডেল’ হিসেবে গ্রহণ করেছে। প্রসঙ্গত আরো একটি তথ্য মনে রাখতে হবে, সারা দেশে নদীয়া জেলা ‘প্রথম মুক্ত শৌচহীন’ জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশ পরগণা। তৃতীয় ও চতুর্থ যথাক্রমে – হুগলী ও বর্ধমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ