শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বৈদিক ভাষা এদেশের অন্যভাষায় সংস্পর্শে আসার ফলে মৌখিকভাবে অন্যভাষার (পালি, প্রাকৃত, অপভ্রংশ) শব্দ বৈদিক ভাষায় ঢুকে পড়ছিল। ফলে বৈদিক ভাষা তার কৌলিন্য হারিয়ে ফেলছিল। সেই সময় পাণিণি এই ভাষার সংস্কার সাধন করে লিখিত রূপ দেন। এই সংস্কার কৃত বলে ভাষাটির নাম হয় সংস্কৃত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ