শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

ব্যাকুল শব্দের বাংলা অর্থ ব্যাকুল [ byākula ] বিণ. অত্যন্ত আকুল, অস্হির, উদ্গ্রীব, উত্কণ্ঠিত।;[সং. বি + আকুল]।;বি. ব্যাকুলতা।;স্ত্রী. ব্যাকুলা1।;ব্যাকুলা2 ক্রি. ব্যাকুল হওয়া বা করা।;ব্যাকুলিত বিণ. ব্যাকুল হয়েছে বা অস্হির হয়েছে এমন।;স্ত্রী. ব্যাকুলিতা।;[ব্যাকুল্‌] (বিশেষণ) অতিশয় আকুল; বিকল; অস্থির; উৎকণ্ঠিত; উদগ্রীব; ব্যগ্র। ব্যাকুলা (স্ত্রীলিঙ্গ)। ব্যাকুলতা (বিশেষ্য) অস্থিরতা; উৎকণ্ঠা। ব্যাকুলিত (বিশেষণ) ব্যাকুল; আকুল (অন্তরে বাহিরে সেই ব্যাকুলিত মিলনেই-রবীন্দ্রনাথ ঠাকুর))। বিয়াকুল (মধ্যযুগীয় বাংলা), বেয়াকুল (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) ব্যাকুল (আকুল পরাণ মোর বিয়াকুল মন-বড়ু চণ্ডীদাস)। আকুলি-বিকুলি (বিশেষ্য) ব্যাকুল হয়ে সনির্বন্ধ অনুরোধ। ব্যাকুলিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বি+আকুল};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ