শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

মধু শব্দের বাংলা অর্থ মধু [ madhu ] বি. 1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু); 2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ; 3 মদ্য, সুরা; 4 চৈত্রমাস (মধুমাস); 5 বসন্তকাল (‘কালি মধু যামিনীতে’: রবীন্দ্র); 6 (আল.) মাধুর্য (‘গোকুলে মধু ফুরায়ে গেল’: ন. ভ.); 7 দৈত্যবিশেষ।;☐ বিণ. 1 মধুবত্ মিষ্ট বা স্বাদু; 2 মধুর (মধুকণ্ঠ); 3 মধুপূর্ণ (মধুমালতী)।;[সং √ মন্ (=মধ্) + উ]।;মধুক, মধুকর, মধুপ, মধুপায়ী (-য়িন্), মধুব্রত, মধুভৃত্, মধুমক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি।;মধুকণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট।;মধুকরী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি।;মধুকাল বি বসন্তকাল।;মধুকোষ, মধুক্রম, মধুচক্র, মধুচ্ছত্র, মধুজালক বি মৌচাক।;মধুচন্দ্র, মধুচন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon.;মধুনিশি, মধুযামিনী, মধুরাতি বি. 1 বসন্তকালের রাত্রি; 2 মনোরম রাত্রি।;মধুপর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু।;মধুবন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ।;মধুবর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর।;মধুমন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ।;মধুময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর।;মধুমাধব বি. চৈত্র ও বৈশাখ মাস।;মধুমাধবী বি মদ সুরা।;মধুমাস বি. চৈত্রমাস।;মধুলিহ, মধুলেহ, মধুলেহী বি. ভ্রমর।;মধুসখ বি. কোকিল।;মধুস্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল।;[মোধু] (বিশেষ্য) ১ ফুলের মিষ্ট রস; মউ; মকরন্দ। ২ পুষ্প থেকে যে মিষ্ট রস মৌচাকে সঞ্চিত হয়। ৩ মিষ্টদ্রব্য। ৪ মদ; সুরা। ৫ বসন্তকাল (ফুলকুল বিরসবদনা মধুর বিরহে যবে তাপি বনস্থলী-মাইকেল মধুসূদন দত্ত)। ৬ চৈত্রমাস (মধুমাস)। ৭ মাধুর্য; মধুরতা। ৮ (আলঙ্কারিক) আয় করার সুযোগ-সুবিধা (মধু ফুরিয়েছে)। □ (বিশেষণ) ১ মধুর মতো স্বাদযুক্ত। ২ মধুর; মাধুর্যময় (মধুকণ্ঠ)। মধুক (বিশেষ্য) ১ যষ্টি মধু। ২ মহুয়ার ফল। ৩ অশোক (বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা-সত্যেন্দ্রনাথ দত্ত)। মধুকণ্ঠ (বিশেষণ) স্বরযুক্ত; মিষ্টভাষী। মধুকর, মধুপ, মধুপায়ী (-য়িন্‌), মধুব্রত, মধুভৃৎ, মধুমক্ষিকা, মধুলিট্‌, মধুলিহ, মধুলেহী(-হিন্‌) (বিশেষ্য) ভ্রমর; ভোমরা; মধুমক্ষিকা; মৌমাছি (মধুকর যেমন ফুল হইতে বিন্দু বিন্দু করিয়া মধু আহরণ করে-হবীবুল্লাহ বাহার; গুজ্ঞরিত মধুপের মত-মনির)। মধুকরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। মধুকৈটভ (বিশেষ্য) হিন্দু পুরান অনুসারে বিষ্ণু দ্বারা বিহত মধু ও কৈটভ নামক অসুরদ্বয়। মধুকোষ, মধুক্রম, মধুচক্র, মধুচ্ছত্র, মধুজানক (বিশেষ্য) মৌচাক। মধুগন্ধী (বিশেষণ) মিষ্ট গন্ধযুক্ত (ছবি আঁকা মধুগন্ধী চন্দনের পাখা-মনোজ বসু)। মধুগোলক (বিশেষ্য) লাড্ডু বা নাড়ু (আমাদের পূর্বদেশ মধুগোলক খুব সাধারণ খাদ্য-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। মধুজীব, মধুজীবী (বিশেষ্য) মৌমাছি (নিকুঞ্জে গুঞ্জরি অলি, ধাইল চৌদিকে মধুজীবী-মাইকেল মধুসূদন দত্ত)। মধুচন্দ্র (বিশেষ্য) বিয়ের পর বরবধূ যে প্রমোদ-বিহারে যায়; honeymoon। মধুনিশি, মধুযামিনী, মধুরাতি বি১ বসন্তকালের রাত্রি। ২ আনন্দ রাত্রি। মধুপ (বিশেষ্য) মধুকর; ভ্রমর (গুঞ্জরি ওঠে বিশ্ব মধুপ-আহমদ শরীফরাফ সিদ্দিকীল মোহাম্মদ-কাজী নজরুল ইসলাম)। মধুপর্ক (বিশেষ্য) ঘৃত, দধি, মধু-এই সমস্ত দ্রব্য মিশ্রিত বস্তু যা হিন্দুরা দেবতার নৈবেদ্য হিসাবে ব্যবহার করে (মাল্য আভরণ গন্ধচন্দন, আর দিল মধুপর্ক-বিজয় গুপ্ত)। মধুপিঙ্গল (বিশেষণ) সুন্দর হরিতাভ; পাটল (মেগের গায়ে গায়ে মধুপিঙ্গল আলো পড়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মধুপুরী (বিশেষ্য) মথুরা নগরী। মধুবন (বিশেষ্য) ১ বৃন্দাবনের একটি বন। ২ মথুরার অন্তর্গত একটি বন। মধুবর্ষী (-র্ষিন্‌) (বিশেষণ) মধুবর্ষণকর; অতিশয় মধুর। মধুমক্ষিকা (বিশেষ্য) মৌমাছি। মধুমতী (বিশেষ্য) ১ মধুক্ষরা। ২ বাংলাদেশের একটি বিখ্যাত নদী। মধুমতীপুরী (বিশেষ্য) মৌচাক (যথা শিলীমুখবৃন্দ, ছারি মধুমতী পুরী, উড়ে ঝাঁকে ঝাঁকে আনন্দে গুঞ্জরি মধুকালে-মাইকেল মধুসূদন দত্ত)। মধুময় (বিশেষণ) ১ মধুপূর্ণ। ২ সুমধুর। মধুমাধব (বিশেষ্য) চৈত্র ও বৈশাখ মাস। মধুমাধবী (বিশেষ্য) মদ্য; মদ; সুরা। মধুমান (বিশেষণ) মধুর; মধুময় (আলো-বায়ু নদীজল তরুলতা মধুমান-মোহিতলাল মজুমদার)। মধুমালা শাড়ি (বিশেষ্য) একপ্রকার শাড়ি (শপথ করে মধুমালা শাড়ি আনিবে দুলির তরে-জসীমউদ্‌দীন)। মধুমাস (বিশেষ্য) চৈত্র মাস। মধুমেহ (বিশেষ্য) বহুমূত্র রোগ; diabetes। মধুসখ (বিশেষ্য) কোকিল। মধুসূদন (বিশেষ্য) হিন্দু পুরাণ অনুযায়ী বিষ্ণু-যিনি মধু নামক দৈত্যকে বধ করেছিলেন। মধুস্বর (বিশেষ্য) ১ মিষ্ট কণ্ঠস্বর। ২ কোকিল। মধূত্থ (বিশেষ্য) মোম (এ হৃদয় মধূত্থবর্তিকা-মোহিতলাল মজুমদার)। মধূত্থবর্তিকা (বিশেষ্য) মোমবাতি (মধুত্থবর্তিকায় আলোক রেখা রহিত করিতে হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। {(তৎসম বা সংস্কৃত) √মন্‌+উ};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ