শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

মদির শব্দের বাংলা অর্থ মদির [ madira ] বিণ. মত্ততাজনক, যাতে আবেশ লাগে এমন (‘তোমার মদির গন্ধ অন্ধবায়ু বহে চারি ভিতে’: রবীন্দ্র)।;[সং √ মদ্ +ইর]।;মদিরা বি মদ্যবিশেষ, বারুণী।;মদিরাক্ষী বিণ. বি. মত্ততাজনক নয়নবিশিষ্টা, মত্তলোচনা; সুলোচনা।;মদিরেক্ষণ বিণ. 1 মদির বা মত্ততাজনক চোখ যায়; 2 (বাং.) মত্ত অবস্হায় চোখের ঢুলু ঢুলু ভাবযুক্ত (‘নয়নে তোমার মদিরেক্ষণ মায়া’): বিষ্ণু.)।;মদিরেক্ষণা–মদিরাক্ষী -র অনুরূপ।;[মোদির্‌] (বিশেষণ) মত্ততা সৃষ্টি করে এমন; মত্ততাজনক; মোহকর (হয় গো মদির অধীর সুখে-সত্যেন্দ্রনাথ দত্ত)। মদিরা (বিশেষ্য) মদ; মদ্য; সুরা; বারুণী। মদিরাক্ষী, মদিরেক্ষণা (বিশেষ্য) (বিশেষণ) মত্তনয়না; সুলোচনা নারী (কত উন্মনা মদিরেক্ষণা ওড়না তুলি চমকি মিলায়-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √মদ্‌+ইর(কিরচ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ