শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

লঘূকরণ শব্দের বাংলা অর্থ লঘূকরণ [ laghū-karaṇa ] বি. 1 ভারী জিনিসকে হালকা করা; 2 জটিল বিষয়কে সরল করা; 3 (গণি.) মিশ্র রাশিকে অমিশ্র এবং অমিশ্র রাশিকে মিশ্র রাশিতে পরিণত করা, reduction;[সং. লঘু + √ কৃ + অন]।;লঘুকৃত বিণ. লঘু করা হয়েছে এমন; (গণি.) লঘূকরণ করা হয়েছে এমন।;[লোঘুকরোন্‌] (বিশেষ্য) ১ এক ধরনের অঙ্ক; ভারী জিনিসকে হালকাকরণ। ২ জটিল বিষয়কে সরলীকরণ। ৩ (গণিত.) মিশ্র রাশিকে অমিশ্র এবং অমিশ্র রাশিকে মিশ্র রাশিতে পরিণতকরণ; reduction। লঘূবৃত (বিশেষণ) ১ লঘু করা হয়েছে এমন। ২ (গণিত.) লঘূকরণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) লঘু+চ্বি+√কৃ+অন(ল্যুট্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ