শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

লঘু শব্দের বাংলা অর্থ লঘু [ laghu ] বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); 8. সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 10 অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)।;[সং. √ লন্ঘ্ + উ]।;বি. লঘুতা, লঘুত্ব।;লঘুক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)।;লঘুগামী (-মিন্) বিণ. দ্রুত ও স্বচ্ছন্দে চলতে পারে এমন।;লঘুগুরু-জ্ঞান, লঘুগুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ।;লঘুচিত্ত, লঘুচেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা।;লঘুজ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা।;লঘুত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ।;লঘুপদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে।;লঘুপাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)।;লঘুভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার।;লঘুসংগীত বি. হালকা ধরনের সংগীত।;লঘুহস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত।;[লোঘু] (বিশেষণ) ১ ভারশূন্য; হালকা; অল্পভার ওজনযুক্ত (লঘুভার)। ২ অল্প পরিমিত; সহজে পরিপাক করা যায় এমন; সহজপাচ্য (লঘু ভোজন)। ৩ সামান্য; অত্যল্প; অল্প পরিমাণ (লঘু পাপ)। ৪ ক্ষুদ্র; হ্রস্ব; খর্ব; বামন (লঘুকায়)। ৫ গাম্ভীর্যশূন্য; চিন্তাহীন (জীবন আছিল লঘু প্রথম বয়সে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ চিন্তাশক্তিশূন্য (লঘু মস্তিষ্ক)। ৭ মৃদু অথচ দ্রুত ও স্বচ্ছন্দ (লঘু বাতাস, লঘু গতি)। ৮ সহজে বোঝা যায় এমন; সহজবোধ্য (লঘুপাঠ)। ৯ নীচ; হেয়; অবজ্ঞাত (এত লঘু হয় জীব কিসের কারণ-কাশীরাম দাস)। ১০ অসার। ১১ অপমানিত। ১২ সূক্ষ্ম; পুঙ্খানুপুঙ্খ; সংকীর্ণ। ১৩ তরল; দ্রব্য; গলিত; বিগলিত। ১৪ (ব্যাকরণ) হ্রস্ব মাত্রাবিশিষ্ট (লঘুস্বর)। লঘুতা, লঘুত্ব, লাঘব বি। লঘূ, লঘ্বী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। লঘুগামী (বিশেষণ) দ্রুত ও স্বচ্ছন্দে গমনশীল। লঘুগুরু (বিশেষণ) ছোট ও বড়। লঘুগুরু জ্ঞান, লঘুবোধ (বিশেষ্য) বয়সে বা সম্মানে ছোট বড়র মধ্যে পার্থক্য সম্বেন্ধে ধারণা; ঐরূপ পার্থক্য অনুসারে আচরণ। লঘুচিত্ত, লঘুচেতা (বিশেষণ) ১ সংকীর্নহৃদয়; নীচমনা (আমি তুমিতে পার্থক্য করে লঘুচিত্তের লোক-সৈয়দ মুজতবা আলী)। ২ ছ্যাবলা; গাম্ভীর্যশূন্য (বুঝিয়াছি, লঘুচেতাদিগের মনের বন্ধন চাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। লঘুপাক (বিশেষণ) সহজে জীর্ন হয় এমন; সহজপাচ্য। লঘুহস্ত (বিশেষণ) শীঘ্রকারী; ক্ষিপ্রহস্ত। {(তৎসম বা সংস্কৃত) √লঙ্ঘ্‌+উ(কু)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ