শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

লগ্ন ১ শব্দের বাংলা অর্থ [লগ্‌নো, লগোন্‌] (বিশেষ্য) ১ (জ্যোতিষ শাস্ত্র) রাশির উদয়কাল। ২ (জ্যোতিষ শাস্ত্র) সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে সংক্রমণের মুহূর্ত। ৩ (হিন্দু বিশ্বাসে) উপযুক্ত বা শুভ সময় (রাত্রি দশটার লগ্ন বাদ যাইবে না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। লগ্নপত্র (বিশেষ্য) জ্যোতিষশাস্ত্র অনুসারে স্থিরীকৃত বিবাহ-লগ্নকাল যে কাগজে লেখা হয়। লগ্নভ্রষ্ট (বিশেষণ) অতিক্রান্ত; শুভ সময় অতিবাহিত; উপযুক্ত সময়ে কার্যারম্ভে অক্ষম হওয়া। লগ্নাচার্য (বিশেষ্য) জ্যোতিষী। {(তৎসম বা সংস্কৃত) √লগ্‌+ত(ক্ত), লগ্ন>লগন (মধ্যস্বরাগমে)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ