শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

বিরোধ শব্দের বাংলা অর্থ বিরোধ [ birōdha ] বি. 1 অনৈক্য; বৈষম্য, পরস্পর বৈপরীত্য (মতবিরোধ); 2 শত্রুতা বা অসদ্ভাব; 3 কলহ, দ্বন্দ্ব।;[সং. বি + √ রুধ্ + অ]।;বিরোধমূলক বিণ. বৈষম্যমূলক, অনৈক্যমূলক; শত্রুভাবাপন্ন, শত্রুতামূলক।;বিরোধাভাস বি. অর্থালংকারবিশেষ-যেখানে বিরোধ না থাকলেও বিরোধের ভাব প্রতীত হয়।;বিরোধিত বিণ. বিরোধযুক্ত; বিরোধিতাপূর্ণ।;বিরোধী (-ধিন্) বিণ. 1 বিরুদ্ধ (শাস্ত্রবিরোধী); 2 প্রতিপক্ষ (বিরোধী দল); 3 প্রতিবাদী, ভিন্নমতপোষণকারী (তিনি এই মতের বিরোধী)।;☐ বি. শত্রু, বিপক্ষ।;বি. বিরোধিতা।;[বিরোধ্‌] (বিশেষ্য) ১ কলহ; বিবাদ; ঝগড়া। ২ শত্রুতা। ৩ যুদ্ধ। ৪ পরস্পর বিপরীতভাব বা বৈপরীত্য বা বিরুদ্ধতা। ৫ অনৈক্য; অবনিবনা। বিরোধক (বিশেষণ) বিরোধকারী; প্রতিবন্ধক। বিরোধাভাস (বিশেষ্য) ১ অর্থালঙ্কারবিশেষ। ২ যে অর্থালঙ্কারে যথার্থ বিরোধ না থাকলেও আপাতত বিরোধের প্রতীতি হয় (যথা-অচক্ষু সর্বত্র চান অকর্ণ শুনিতে পান-ভারতচন্দ্র রায়গুণাকর)। বিরোধিত (বিশেষণ) প্রতিকূলতা বা বিরোধিতা করা হয়েছে এমন; বিরোধযুক্ত। বিরোধী (-ধিন্‌) (বিশেষণ) ১ বিরোধিতা করে এমন; বিরোধকারী; বিরুদ্ধ আচরণকারী। ২ শত্রু; বিপক্ষ। ৩ বিরুদ্ধ; প্রতিকূল। বিরোধিনী( স্ত্রীলিঙ্গ) । বিরোধিতা (বিশেষ্য) বিপক্ষতা; শত্রুতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√রুধ্‌+অ(ঘঞ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ