শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

বিরুদ্ধ শব্দের বাংলা অর্থ বিরুদ্ধ [ biruddha ] বিণ. 1 প্রতিকূল, পরিপন্হী; 2 বিপরীত, উলটো (বিরুদ্ধ মত); 3 বিরোধী (বিরুদ্ধ পক্ষ)।;[সং. বি + √ রুধ্ + ত]।;বিরুদ্ধতা বি. প্রতিকূলতা (প্রকৃতির বিরুদ্ধতা); বিরোধিতা।;বিরুদ্ধবাদী (-দিন্) বিণ. বিরুদ্ধ মতাবলম্বী; বিরোধী।;বিরুদ্ধবাদিতা, বিরুদ্ধাচরণ, বিরুদ্ধাচার বি. প্রতিকূলতা; বিপক্ষতা; শত্রুতা।;বিরুদ্ধে ক্রি-বিণ. বিপক্ষে (প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়া)।;[বিরুদ্‌ধো] (বিশেষণ) ১ বিপরীত; উল্টা। ২ পরিপন্থী; প্রতিকূল। ৩ বিরোধী। বিরুদ্ধতা (বিশেষ্য) ১ প্রতিকূলতা। ২ বিরোধিতা। বিরুদ্ধাচরণ (বিশেষ্য) বিপক্ষতা; শত্রুতা; প্রতিকূলতা। বিরুদ্ধে (ক্রিয়াবিশেষণ) বিপক্ষে; শত্রুপক্ষে। {(তৎসম বা সংস্কৃত) বি+√রুধ্‌+ত(ক্ত)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ