শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

বৃষ শব্দের বাংলা অর্থ বৃষ, বৃষভ [ bṛṣa, bṛṣabha ] বি. 1 ষাঁড়, ষণ্ড, বলদ (বৃষস্কন্ধ); 2 (জ্যোতিষ.) রাশিচক্রের দ্বিতীয় রাশি (সচ. বৃষরাশি)।;[সং. √ বৃষ্ + অ, √ বৃষ্ + অভ]।;বৃষকাষ্ঠ বি. বৃষোত্সর্গ শ্রাদ্ধে বৃষকে বাঁধবার খুঁটি।;বৃষধ্বজ, বৃষবাহন বি. শিব।;বৃষস্কন্ধ বিণ. 1 ষাঁড়ের মতো স্হূল ও প্রশস্ত স্কন্ধবিশিষ্ট; 2 অতিশয় বলবান।;পুঙ্গব [পুঙ্‌গবো] (বিশেষ্য) ১ বৃষ; ষণ্ড; ষাঁড় (সেই সাহেব পুঙ্গবটি ‘হুঁ’ এইমাত্র শব্দ উচ্চারণ করে ঘর থেকে হন হন করে বেরিয়ে গেল-প্রথম চৌধুরী)। ২ শ্রেষ্ঠজন (নবপুঙ্গব)। {(তৎসম বা সংস্কৃত) পুমান্‌+□ গো+অ(অচ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ