শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

বিতর্ক শব্দের বাংলা অর্থ বিতর্ক [ bitarka ] বি. 1 আলোচনা, তর্ক, বিচার; তর্কাতর্কি বি. বচসা, কথা-কাটাকাটি। 2 বাদানুবাদ; 3 সংশয়; 4 অনুমান।;[সং. বি + তর্ক]।;বিতর্কিত বিণ. 1 বাদ-বিসংবাদের বিষয়ীভূত, আলোচিত; যা নিয়ে তর্ক ও বিচার চলছে অর্থাত্ যার গুণাগুণ বা সত্যাসত্য এখনও নিষ্পন্ন হয়নি (বিতর্কিত বিষয়); 2 অনুমিত; 3 অনিশ্চিত।;বিতর্কিকা বি. 1 সামান্য তর্কাতর্কি; 2 তর্ক বিতর্কের আসর, সংবাদপত্রাদিতে আলোচনা বা তর্কাতর্কি প্রকাশের স্হান বা কলাম।;[সং. বিতর্ক + বাং. ইকা (ক্ষুদ্রার্থে)]।;[বিতর্‌কো] (বিশেষ্য) ১ তর্ক; আলোচনা; বাদানুবাদ। ২ বিচার। ৩ সন্দেহ; সংশয়। ৪ অনুমান। বিতর্কিকা (বিশেষ্য) ১ কোনো বিষয়ের উপর আলোচনা বা অল্প পরিমাণ তর্কাতর্কি। ২ তর্ক-বিতর্কের সভা বা আসর বা মজলিস। ৩ সাময়িকপত্রে আলোচনা বা বাদানুবাদ প্রকাশের স্থান। বিতর্কিত (বিশেষণ) ১ বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে এমন; আলোচনা বা বিচার করা হয়েছে এমন; আলোচিত; বিচারিত। ২ সন্দিগ্ধ; অনুমিত। ৩ বিতর্ক আছে এমন (বিতর্কিত ব্যক্তি)। {(তৎসম বা সংস্কৃত) বি+√তর্ক্‌+অ(ঘঞ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ