শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

শীতল শব্দের বাংলা অর্থ শীতল [ śītala ] বিণ. 1 ঠাণ্ডা, হিমযুক্ত (শীতল জল, শীতল বায়ু); 2 শান্তিপ্রাপ্ত, উদ্বেগরহিত, উত্তেজনাহীন, তৃপ্ত (‘তৃষিত এ প্রাণ করবি শীতল’ র. সে.); 3 ঠাণ্ডা ও বাসি (শীতলষষ্ঠী)।;☐ বি. (বাং.) গৃহস্হের শান্তিকামনায় দেবতাকে প্রদেয় সায়ংকালীন ভোগ (দেবীর শীতল)।;[সং. শীত + ল]।;বি. শীতলতা।;শীতলপাটি বি. ঠাণ্ডা মসৃণ এবং সেইজন্য আরামদায়ক মাদুরবিশেষ।;[শিতল্‌] (বিশেষণ) ১ শান্ত; ঠাণ্ডা; স্নিগ্ধ (শীতলপাটী পাইয়া তবে শীতল হইল মন-ময়মনসিংহ গীতিকা)। ২ শৈত্যগুণ বিশিষ্ট। ৩ উত্তেজনাশূন্য; উদ্বেগহীন; তৃপ্ত (মনপ্রাণ শীতল হওয়া)। □ (বিশেষ্য) হিন্দুমতে গৃহস্থের মঙ্গল কামনায় প্রদত্ত দেবতার সান্ধ্যা ভোগ (দেবীর শীতল)। শীতলতা (বিশেষ্য)। শীতলপাটি (বিশেষ্য) বেতের তৈরি ঠাণ্ডা ও মসৃন মাদুরবিশেষ (উপরের খোলা ছাদে শীতলপাটি পাতিয়া অপু একা বসিয়াছিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) শীত+ল(লচ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ