শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

বাতিক শব্দের বাংলা অর্থ বাতিক [ bātika ] বি. 1 বায়ু রোগ; 2 বাত বা বায়ু থেকে আগত; 3 (বাং.) বাই, পাগলামি (বাতিকগ্রস্ত); 4 (বাং.) খ্যাপাটে ভাব, ছিট; 5 প্রবল শখ (বেড়ানোর বাতিক)।;☐ বিণ. বাত বা বায়ু থেকে উত্পন্ন; বায়ুজনিত।;[সং. বাত + ইক]।;বাতিকগ্রস্ত বিণ. বাতিকযুক্ত; খ্যাপাটে।;[বাতিক্‌] (বিশেষ্য) ১ বায়ুর প্রকোপ হেতু মানসিক উত্তেজনা; বায়ুরোগ; বাই। ২ পাগলামি; ছিট। প্রবল বোঁক বা শখ (দেশ-বিষ্ণু দেশের ডাকটিকিট সংগ্রহ করার বাতিক)। □ (বিশেষণ) ১ বায়ুঘটিত (বাতিক জ্বর)। বাতিকগ্রস্ত, বাতিকে (বিশেষণ) বাতিকের ফলে অস্থিরচিত্ত (বাতিকে লোক)। {(তৎসম বা সংস্কৃত) বাত(বায়ু)+ইক(ঠক্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ