শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

বাতাস শব্দের বাংলা অর্থ বাতাস [ bātāsa ] বি. 1 হাওয়া, বায়ু, বায়ুপ্রবাহ (ঝাড়ো বাতাস); 2 ব্যজন (বাতাস করা); 3 (প্রধানত মন্দার্থে) প্রভাব, সংস্রব (ভূতের বাতাস লাগা); 4 অপদেবতার আক্রমণ (ছেলেটার গায়ে বাতাস লেগেছে)।;[সং. বাত-তু. হি. বতাস্]।;বাতাস দেওয়া ক্রি. বি. 1 হাওয়া দেওয়া, ব্যজন করা (উনুনে বাতাস দেওয়া); 2 (আল.) উত্তেজিত করা।;[বাতাশ্‌] (বিশেষ্য) ১ বায়ু; হওয়া (ঝড়ো বাতাস)। ২ সংস্রব; প্রভাব (বউটির বাতাস ভালো নয়)। ৩ দূষিত বায়ুর বা বাতাসরূপী অপদেবতার প্রভাব (ছেলেটার বাতাস লেগেছে)। ৪ ব্যজন; পাখা (বাতাস করা)। বাতাস করা (ক্রিয়া) হাওয়া দেওয়া। বাতাস খাওয়া (ক্রিয়া) মুক্তবায়ু বা পাখার হাওয়া উপভোগ করা। বাতাস দেওয়া (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) উত্তেজিত করা; আগুন জ্বালোনো। ২ বাতাস দিয়ে ঠাণ্ডা করা। বাতাসের সঙ্গে লড়াই করা (ক্রিয়া) (আলঙ্কারিক) বিনা কারণে ঝগড়া করা। {(তৎসম বা সংস্কৃত) বাত>; (তুলনীয়) (হিন্দি) বতাস};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ