শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

পাক ২ শব্দের বাংলা অর্থ [পাক্‌] (বিশেষ্য) ১ ঘূর্ণন; আবর্তন; প্রদক্ষিণ (চিরদিনের ঘরিণ পাকে এই যে নূতন মনগড়া এর সাথে আজ মিলিয়ে নেবে হাত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ হেতু; কারণ; নিমিত্ত; জন্য (যোগিনী হইবে সেই পাকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ মোচড়; মোড়া (পাক দেওয়া)। ৪ ঘটনাক্রম; ঘটনাচক্র (পাকচক্র)। ৫ চক্রান্ত; ষড়যন্ত্র; কৌশল; ফাঁদ (পাকে পড়া, পাকে ফেলা)। পাকচক্র (বিশেষ্য) ১ ঘটনাচক্র। ২ চক্রান্ত; ষড়যন্ত্র। পাকদণ্ডী, পাকদণ্ডি (বিশেষ্য) এমন পথ যা ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠে গেছে (সেখান থেকে পাকদণ্ডি নেমেছে ঝরণা পর্যন্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পাকেচক্রে, পাকে-প্রকারে (ক্রিয়াবিশেষণ) ১ ঘটনাচক্রে; ঘটনাক্রমে। ২ কলেকৌশলে; কৌশলে। জিলিপির পাক (জিলিপির প্যাঁচ) ১ (বিশেষ্য) জিলিপি নামক মিষ্টান্নের চক্র। ২ (আলঙ্কারিক) দুষ্টুবুদ্ধি; কুচক্র (পেটে পেটে এত জিলাপির পাক তোর)। {(তৎসম বা সংস্কৃত) পরিক্রম>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ