শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

পাঁশ শব্দের বাংলা অর্থ পাঁশ [ pām̐śa ] বি. 1 ছাই; 2 ছাইয়ের মতো অকিঞ্চিত্কর পদার্থ (কী ছাইপাঁশ লিখছ?)।;[সং. পাংশু]।;পাঁশকুড়, পাঁশকুড়ো বি. ছাইয়ের কুণ্ড বা গাদা, ছাই ফেলবার জায়গা।;[পাঁশ] (বিশেষ্য) ১ ছাই; ভষ্ম। ২ ছাইয়ের ন্যায় অকিঞ্চিৎকর বস্তু (কী ছাইপাঁশ এনেছ)। ছাইপাঁশ (বিশেষ্য) ফেলে দেওয়ার মতো অকিঞ্চিৎকর বস্তু (এ ছাইপাঁশ ফেলে দিলে উপকার হবে)। পাঁশগাদা (বিশেষ্য) ছাইগাদা; ভষ্মস্তূপ (ছোট রানী পাঁশগাদার পাশে মাছ কুটিতে বসিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) পাংশু>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ