শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

বর্ধন শব্দের বাংলা অর্থ [বর্‌ধোন্‌] (বিশেষ্য) বৃদ্ধি; উপচয়; উন্নতি; বুদ্ধিপ্রাপ্তি। □ (বিশেষণ) ১ বৃদ্ধিকরণ। ২ বৃদ্ধিকর; বৃদ্ধিকারক। বর্ধক, বর্দ্ধক (বিশেষ্য), (বিশেষণ) যা বাড়ায়; বর্ধনকারী; বৃদ্ধিকর। বর্ধমান, বর্দ্ধমান (বিশেষ্য) ১ ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা ও শহর। ২ জৈন তীর্থঙ্কর মহাবীর। □ (বিশেষণ) ১ বৃদ্ধিশীল; বর্ধিষ্ণু; বাড়ছে এমন (ব্রিটিম প্রতাপ বর্দ্ধমান-সত্যেন্দ্রনাথ দত্ত)। বর্ধিত (বিশেষণ) বৃদ্ধিপ্রাপ্ত; বাড়ানো হয়েছে এমন। বর্ধিষ্ণু (বিশেষ্য) বৃদ্ধিশীল; অভ্যুদয়শীল; উন্নতিশীল (এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ্‌+অন(ল্যুট্‌, যুচ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ