শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

যামী শব্দের বাংলা অর্থ যামী [ yāmī ] বি. ১. দক্ষিণ দিক ২. রাত্রি ৩. কুলস্ত্রী।;[জামি] (বিশেষ্য) ১ রাত্রি; নিশি। ২ ধর্মপত্নী; সহধর্মিণী; কূলবধূ (সঙ্গে চারি পাঁচ যামী-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৩ কন্যা; তনয়া। ৪ দক্ষিণ দিক। যামিনী (বিশেষ্য) রাত্রি; রজনী (কেন যামিনী না যেতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। যামিনীনাথ, যামিনীপতি, যামিনী- ভূষণ (বিশেষ্য) শশী; চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) যম=অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ